৯ দফা দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের স্মারকলিপি

দেশের সকল সেক্টরের শ্রমিকদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর ৯ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন শ্রমিক নেতৃবৃন্দ।
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, দেশীয় ও বিদেশী মালিকানাধীন, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত মিলিয়ে প্রায় সাড়ে সাত কোটি শ্রমজীবীদের প্রতিনিধিত্বকারী জাতীয় ভিত্তিক প্রধান শ্রমিক সংগঠনসমূহের জোট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-(স্কপ) এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদের সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। দেশের সকল সেক্টরের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, নিরাপদ কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে নিহত হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন, সুলভমূল্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্হা, শ্রমিকদের আবাসন, পেনশন সুবিধা, যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত কর্মপরিবেশ, ঘুষ-দুর্নীতি মুক্ত প্রশাসন ব্যবস্হা সহ ৯ দফা দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড কমলেশ মজুমদার এর নিকট স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কৃষ্ণা সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম নেতা সহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যশোর জেলা সমন্বয় আব্দুস সামাদ, জাতীয় শ্রমিক ফেডারেশন যশোর জেলা সভাপতি শামীম বিশ্বাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।