৯৬ গ্রাম সুন্দলীতে ২রা বৈশাখ পালিত হলো নববর্ষ

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর জেলার ঐতিহ্য অভয়নগর, মনিরাপুর ও কেশবপুর উপজেলা হিন্দু অধ্যুষিত ৯৬ গ্রাম। এইসব গ্রামের অধিকাংশ বাসিন্দা নম:শুদ্র সম্প্রদায়। প্রতিবছর তারা প্রতিবেশী ভারতের সাথে তাল মিলিয়ে বাংলা নববর্ষ পালন করেন ২রা বৈশাখ। এ বছরও একই নিয়মে ব্যপক আয়েজনে তারা নববর্ষ উদযাপন করেন।
এ উপলক্ষে সুন্দলী অঞ্চলের যুবকদের
আয়োজনে শুক্রবার সকাল ১১টায় সুন্দলী বাজারে নানা বেশ ধারণ করে মঙ্গল শোভাযাত্রা করা হয়। এতে হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি সুন্দলী বাজার থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটর ব্যাপী সুন্দলী, গোবীন্দপুর আড়পাড়া হয়ে সুন্দলী বাজারে ফিরে আসে। হাজার হাজার লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।ধারণা করা হয় প্রায় তিন হাজার লোকের উপস্থিতি ছিল শোভা যাত্রাটিতে। সারি বেধে নাচে গানে আর আবির মেখে চলতে থাকে তাদের পথ চলা।
শোভাযাত্রা শেষে আয়োজকদের পক্ষ থেকে সবার উদ্দেশে মিষ্টি বিতরণ করা হয়। পরে একে অন্যকে রাখি পরিয়ে দেওয়ার মাধ্যমে শেষ হয় উক্ত শোভা যাত্রা। পুরো শোভা যাত্রা জুড়ে ছিল প্রশাশনিক নিরপত্তা।