৭ পা নিয়েই জন্ম বাছুরটির!

বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন বাছুরটিকে দেখতে
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে ৭ পানি নিয়েই একটি বাছুরের জন্ম হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) মধ্যপাড়া গ্রামের বাসিন্দা রূপধন মিয়ার একটি গাভীটি একটি ৭ পায়ের ওই বাছুরটির জন্ম দেয়। এ খবরে বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ বাছুরটিকে দেখতে প্রতিদিন ভিড় করেন।
বাছুরের মালিক রূপধন মিয়া জানান, গত ১০ বছর যাবৎ তিনি গাভীটি পালন করে আসছেন। জন্মের পরই দেখতে পাওয়া যায় চারটি পা ছাড়াও পিঠের ওপরে আরও তিনটি পা রয়েছে বাছুরটির।
বিষয়টি লক্ষ্য করলে তিনি স্থানীয় উপজেলা পশু হাসপাতালের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। অপারেশনের মাধ্যমে তিনটি পা অপসারণ করা যাবে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
তিনি আরও জানান, জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। তবে আলাদাভাবে তাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করা হচ্ছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. তারেক মাহমুদ জানান, এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি একটু সুস্থ হলেই অপারেশন এর মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।সূত্র,dhakatribune বাংলা