অপরাজেয়বাংলা ডেক্স: যুক্তরাষ্ট্রের এ তালিকার মধ্যে নেই যুক্তরাজ্য। বিবিসি
করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন চলমান থাকায় যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য সংস্থা গত সোমবার তাদের ভ্রমণ বিধিনিষেধের তালিকা হালনাগাদ করেছে। যুক্তরাজ্যের বেশিরভাগ যাত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যপারে এখনো নিষিদ্ধ।
যুক্তরাষ্ট্র সকল দেশকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করেছে। লেভেল ৪ এ তালিকাভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। লেভেল ৩ ভুক্ত দেশগুলোর টিকাদান কর্মসূচি সম্পূর্ণ সম্পন্ন করে তবেই যুক্তরাষ্ট্রে আসতে পারবে। লেভেল ৩ ভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স,স্পেন, ইতালির মত দেশ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষাকেন্দ্র (সিডিসি) এই তালিকা প্রকাশ করেছে। রয়টার্স
সিডিসি জানিয়েছে যেসব দেশের কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, শনাক্তের হার কমেছে, সেসব দেশের মানুষ এখন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। আগামী সপ্তাহে নতুন করে আরও কিছু দেশের ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র।
সূত্র,আমাদের সময়.কম
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.