কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। জোড়া গোল করেছেন আনহেল দি মারিয়া। একটি করে গোল করেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও হুয়াকিন কোরেয়া।
এদিন আবু ধাবিতে ম্যাচের প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। স্বাগতিকদের চেপে ধরে ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। তৃতীয় গোলও এসেছে দি মারিয়ার পা থেকে।
ম্যাচের ৪৪ মিনিটে গোলের দেখা পান লিওনেল মেসি। আর্জেন্টাইন খুদে জাদুকরের গোলে সহায়তা করেন দি মারিয়া। যদিও দ্বিতীয়ার্ধে এক গোলের বেশি করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে পঞ্চম গোলটি করেন হুয়াকিন কোরেয়া।
চলতি মাসের আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর খেলবে পোল্যান্ডের বিপক্ষে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.