অপরাজেয়বাংলা ডেক্স: অল্পসময়ে টাকা রোজগারের চিন্তা করছেন? আপনার কাছে ৫ টাকার নোট থাকলেই কেল্লা ফতে। চটজলদি পেয়ে যাবেন ৩০ হাজার টাকা। এমন লোভনীয় প্রস্তাব দিচ্ছে কয়েনবাজার ডটকম। তবে বেশ কিছু শর্তও রেখেছে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।
আপনার কাছে থাকা ৫ টাকার নোটের পেছনে ট্রাক্টরের ছবি থাকতে হবে। নোটের ওপর ৭৮৬ নম্বরটি থাকতে হবে। পুরনো এবং বিরল নোটের কেনাবেচা করে কয়েনবাজার।
সম্প্রতি এ রকমই আরও একটি বিজ্ঞাপন দিয়েছে কয়েনবাজার। সেখানে বলা হয়েছে— কারও কাছে ১৯৭৭-৭৯ সালের পুরনো ১ টাকার নোট থাকলে কয়েনবাজারকে সেই নোট দিলেই তারা আপনাকে ৪৫ হাজার টাকা দেবে।
তবে এখানেও শর্ত আছে। টাকাতে অর্থ মন্ত্রণালয়ের সাবেক প্রধান সচিব হিরুভাই এম পটেলের সই থাকতে হবে।
মঙ্গলবার অবশ্য এই সাইটে লগইন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন নেটাগরিকরা। প্রচুরসংখ্যক মানুষ একসঙ্গে সাইটে ঢুকতে চাওয়ায় সাইটটি ক্র্যাশ করে।সূত্র,যুগান্তর
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.