অপরাজেয় বাংলা ডেক্স : যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার মেসার্স আপন এন্টারপ্রাইজ নামে একটি পশু খাদ্যের দোকান থেকে ৫৫ বস্তা চোরাই খাদ্যপণ্য (চিনি, লবন, সুজি, ডাল) জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় নগদ প্রায় দেড় লাখ টাকাসহ দোকানের মালিক তৌফিকুর রহমানকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
আটক তৌফিকুর রহমান প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মৃত হাজী নূর মোহাম্মদ সিদ্দিকীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ডিবি পুলিশের একটি দল তৌফিকুর রহমানের দোকানে অভিযান চালায়। এসময় তারা দোকান থেকে চিনি, লবন, ডাল ও সুজির ৫৫টি বস্তা জব্দ করে। এসময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকাসহ তৌফিকুর রহমানকে আটক করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) সোমেন দাস জানান, ওই দোকানে চোরাই খাদ্যপণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছিল। চোরাইপণ্য ক্রয় সংক্রান্ত একটি মামলায় দোকান থেকে খাদ্যপণ্য জব্দ ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া দোকান মালিককে আটক করা হয়েছে।
সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.