৩৭ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান
মোঃ ইবাদৎ হোসেন -স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ৩৭ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে তাঁর অবসর উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণটি পরিণত হয় এক আবেগঘন পরিবেশে। প্রিয় শিক্ষককে ঘিরে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর চোখে জল— ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন তিনি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সহকারী শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। সততা, নিষ্ঠা ও আদর্শে তিনি শিক্ষকতার মহৎ পেশায় নিজেকে উৎসর্গ করেন। পরবর্তীতে ২০১২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং কিছু সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৩ সালের ১ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮১ সালে মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে একই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিয়ে আজীবন শিক্ষাসেবায় নিয়োজিত ছিলেন।
বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন,
“স্যার আমাদের আলোর পথ দেখিয়েছেন। তাঁর দেওয়া পথে আমরা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছি। তিনি ছিলেন আমাদের হৃদয়ের মানুষ, সত্যিকার অর্থে একজন আদর্শ শিক্ষক— রাজনৈতিক বা আঞ্চলিক বিভাজনের ঊর্ধ্বে এক মানবিক ব্যক্তিত্ব।”
সহকর্মী শিক্ষকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে মিজানুর রহমানের সততা, ন্যায়পরায়ণতা, ত্যাগ ও শিক্ষার প্রতি ভালোবাসা তাঁকে করে তুলেছে অভয়নগরের শিক্ষা অঙ্গনের এক অনুকরণীয় ব্যক্তিত্ব। বিদায়ের দিনে তাঁর অবদান ও স্মৃতি বিদ্যালয়ের প্রতিটি প্রজন্মের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।বিদ্যালয়ের সভাপতি, বাদশাহ ফয়সাল আবেগঘন বক্তব্যের মাধ্যমে প্রধান শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.