Type to search

২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৬ জেলায় ১০৮ জনের মৃত্যু

জেলার সংবাদ

২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৬ জেলায় ১০৮ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০৮ জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনা, নওগাঁ ও নাটোরে ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, সিরাজগঞ্জ ও বগুড়ায় একজন করে মারা গেছেন। রাজশাহী মেডিক্যালে মৃতদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত, ১০ জন উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

এদিকে, খুলনার চার হাসপাতালে করোনায় মারা গেছেন ১৯ জন। এরমধ্যে ১৪ জন আক্রান্ত ও ৫ জনের উপসর্গ ছিল। এছাড়া কুষ্টিয়ায় ৮ জন এবং সাতক্ষীরায় মারা গেছে ৭ জন।

ময়মনসিংহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন আক্রান্ত ও ৮ জনের উপসর্গ ছিল। জামালপুরে করোনায় মারা গেছে একজন।

অন্যদিকে, বরিশাল জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। জেলায় শনাক্তের হার ৫৫ শতাংশ। এছাড়া, বরগুনায় ৬ জন, চট্টগ্রামে ১০ এবং টাঙ্গাইলে ৯ জনের মৃত্যু হয়েছে।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *