প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২২, ১১:২৭ এ.এম
২০২৩ সালে ব্যাংক ছুটি ২৪ দিন
ঢাকা, ১৩ নভেম্বর – ২০২৩ সালে দেশের ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে আগামী বছর ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।
রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস), ৮ মার্চ (শবেবরাত), ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস), ১৪ এপ্রিল (বাংলা নববর্ষ), ১৯ এপ্রিল (শবেকদর), ২১ এপ্রিল (জুমাতুল বিদা), ২১-২৩ এপ্রিল (ঈদুল ফিতর), ১ মে (মহান মে দিবস), ৪ মে (বুদ্ধ পূর্ণিমা), ২৮-৩০ জুন (ঈদুল আজহা), ১ জুলাই (ব্যাংক হলিডে), ২৯ জুলাই (আশুরা), ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস), ৬ সেপ্টেম্বর (জন্মাষ্টমী), ২৮ সেপ্টম্বর (ঈদে মিলাদুন্নবি), ২৪ অক্টোবর (দুর্গাপূজা), ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ২৫ ডিসেম্বর (বড় দিন), ৩১ ডিসেম্বর (ব্যাংক হলিডে)।
এদিকে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.