Type to search

১২ ভাইবোনের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

আন্তর্জাতিক

১২ ভাইবোনের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

অপরাজেয় বাংলা ডেক্স

 

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস গড়লো ১২ ভাইবোনের এক পরিবার। বয়সের যোগফলে ভিত্তিতে বিশ্ব রেকর্ড গড়লো পরিবারটি। ওই পরিবারে সবচেয়ে বড় সদস্যের বয়স ৯৭ বছর এবং ছোটজনের বয়স ৭৫ বছর। সিএনএন জানায়।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস গত বছরের ১৫ই ডিসেম্বর তথ্যটি প্রকাশ করে। এতে বলা হয়, ডি ক্রুজ পরিবারের ১২ ভাইবোনের সম্মিলিত বয়স ১০৪২ বছর ৩১৫ দিন। এর মধ্যে নয় বোন ও তিন ভাই রয়েছেন।

পাকিস্তানি বাবা-মায়ের ঘরে ওই ১২ ভাইবোনের জন্ম হয়। তবে বর্তমানে তারা কানাডা, লন্ডন, সুইজার‌ল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

যদিও তারা একই জায়গায় বসবাস করেন না তারপরও বছরের বড় ছুটিগুলোতে অন্তত তিনবার একসঙ্গে হওয়ার চেষ্টা করেন। কিন্ত করোনা মহামারি কারণে এ বছর তাদের স্বাভাবিক দেখা- সাক্ষাৎ স্থগিত রয়েছে।

তবে ওই পরিবারে এক সদস্য ডি’ক্রুজ মেইডেন জানান, মহামারির কারণে এক স্থানে জমায়েত হতে না পারলেও তারা প্রতিদিন জুম চ্যাট একত্রিত হয়ে প্রার্থনা করেন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, যদিও তারা একই জায়গায় থাকে না তারপরও ডি’ক্রুজ পরিবার জানিয়েছে তারা একে অন্যের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ এ তাদের নাম ওঠা তারা জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে দেখছেন।

সূত্র, DBC বাংলা