হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বসত বাড়িতে অগ্নি সংযোগ ও লুণ্ঠন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সুন্দলীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িতে অগ্নি সংযোগ, লুষ্ঠণ, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে অভয়নগর উপজেলার সুন্দলী বাজার চৌরাস্তামোড়ে অভয়নগর সনাতনী সমাজের আহব্বানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে।
কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ-কেন্দ্রীয় কমিটি ঢাকা, শ্রী শ্রী রূপ-সনাতন স্মৃতি তীর্থ মন্দির (ইস্কন) রামসরা, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ-যশোর জেলা শাখা, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ-নওয়াপাড়া, অভয়নগর শাখা, বাংলাদেশ মতুয়া মহাসংঘ, অভয়নগর, মণিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার
সমন্বিত ভক্তবৃন্দ, অভয়নগর সনাতনী সমাজ-সুন্দলী, জাতীয় হিন্দু মহাজোট-কুলটিয়া শাখা মণিরামপুর, শুড়িরডাঙ্গা মহাশ্মশান ও সিদ্ধাশ্রম উন্নয়ন কমিটি-সুন্দলী, বাংলাদেশ হিন্দু কল্যান পরিষদ-সুন্দলী ইউনিয়ন শাখা, শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মহাসংঘ-মশিয়াহাটী শাখা, রাইচরণ সেবা সংঘ-মহিষদিয়া মণিরামপুর। প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তৃতা করেন চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন পরিষদ, সাবেক চেয়ারম্যান বৈকুণ্ঠ বিহারী রায়, পরিতোষ বিশ্বাস ও বিকাশ মল্লিক, সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগ সভাপতি উজ্জ্বল
বিশ্বাস, সাধারণ সম্পাদক অমর বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রজিৎ বিশ্বাস বুলেট, হরিদশকাটি ইউনিয়ন কৃষকলীগ সভপতি সুকৃতি রায়, বিবেকানন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক মিন্টু কুমার রায়, মতুয়া মহাসংঘ মশিয়াহাটি শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ বিশ্বাস, রাইচরণ সেবা সংঘের সাধারণ সম্পাদক কমলেশ মন্ডল, ওয়ার্ড আ’লীগ সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, আ’লীগ নেতা প্রনব বিশ্বাস, আনন্দমোহন ধরসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।