হিন্দু পরিবারের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় অভয়নগরে ৯৬ খান এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

প্রিয়ব্রোত ধর:
বৃহস্পতিবার বিকেল ৫টায় যশোরের হিন্দু অধ্যূষিত ৯৬ খান এলাকা অভয়নগর উপজেলার সুন্দলী বাজার চৌরাস্তা মোড়ে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে প্রায় অর্ধ-শতাধিক হিন্দু পরিবারের উপর হামলা, দোকান পাট, প্রতিমা ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনায় মানব-বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হিন্দু কল্যান সংহতি সুন্দলী শাখা, রাধাগোবিন্দ নাট্য গোষ্ঠি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু কল্যান সংঘটি সুন্দলী শাখার সভাপতি বিকাশ বিশ^াস। সোনার বাংলা সমাজ কল্যান সংস্থার সভাপতি সমীরণ সরকারের সার্বিক পরিচারনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, বাংলাদেশ হিন্দু কল্যাণ সংঘতি সুন্দলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শংকর মন্ডল, সাংগঠনিক সম্পাদক সমর কান্তি বিশ^াস, সহ সভাপতি দেবব্রত বিশ^াস, সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ^াস, রাধাগোবিন্দ নাট্য গোষ্ঠির পরিচালক অধ্যাপক তিমির বরণ সরকার, অভয়নগর উপজেলা হিন্দু মহাযোটের সাধারণ সম্পাদক প্রতাপ রায়, সদস্য প্রদীপ বিশ^াস, সুন্দলী ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রজিৎ বিশ^াস বুলেট, আ’লীগ নেতা দেবদত্ত মল্লিক প্রমূখ।