নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯২হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বিভিন্ন থানায় করা সাধারণ ডায়রির (জিডি) ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই উদ্ধার অভিযান পরিচালনা করে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী উদ্ধারকৃত মোবাইল ও অর্থ মালিকদের হাতে তুলে দেন। এ সময় মোবাইল ও টাকা ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুলিশ জানায়, জেলার চারটি থানায় করা সাধারণ ডায়রির তদন্তের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. জয়নুল আবেদীন, এসআই মো. রাকিবুল হাসান ও এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো এবং অর্থ উদ্ধার করে। নভেম্বর মাসে ২৬টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯২০০০টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা জানান,‘তাঁরা মোবাইল ও অর্থ হারানোর পর পুনরুদ্ধারের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা ফিরে পেয়ে তাঁরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।, তাঁরা বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জিডি করে সাইবার টিমের সহায়তা নেবেন।,
অনুষ্ঠানে সিসিআইসি অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক, ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.