Type to search

সড়কে যানবাহনের চাপ থাকলেও ফেরি ও লঞ্চে ভিড় কমেছে

জেলার সংবাদ

সড়কে যানবাহনের চাপ থাকলেও ফেরি ও লঞ্চে ভিড় কমেছে

অপরাজেয়বাংলা ডেক্স: কঠোর বিধিনিষেধের ১১তম দিনে সড়কে যানবাহনের চাপ থাকলেও ফেরি ও লঞ্চে ভিড় কমেছে।

সকাল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যানবাহনে করে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রীদের তেমন ভিড় নাই। সকাল থেকে লঞ্চ চলাচল করায় ফেরিতে যাত্রীর চাপ নেই। বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে পদ্মা পার হচ্ছেন।

তবে, গণপরিবহণ না থাকায় শিমুলিয়াঘাট থেকে ঢাকামুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজিতে করে যেতে হচ্ছে গন্তব্যে।

এদিকে, ঘাট এলাকায় কয়েকশ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। গত কয়েকদিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে প্রচণ্ড চাপ থাকলেও আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। ঘাট এলাকায় নেই যানবাহনের দীর্ঘ লাইন ও যাত্রীদের ভিড়।

অন্যদিক, ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও চলছে শিল্প কারখানার শ্রমিকবাহী দূরপাল্লার বাস। বাস ছাড়াও অনেক শ্রমিক ট্রাক, পিকআপ ও ছোট যানবাহনে করে কর্মস্থলে ফিরছেন।সূত্র,ডিবিসি নিউজ