স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে সরকার: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ভাবছে বলে রোববার জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথমবারের মতো এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান বলে ইউএনবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কী হবে সেটা আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি।’
উপদেষ্টা বলেন, ‘সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসব। সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব।
‘সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার ছবি যত কম প্রচার করা যায়। আমি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কয়দিন ধরেও।’
ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসার জেরে মামলার আশঙ্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘যারা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া হয়, সে বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে।
‘মামলাগুলো হলেও সেগুলো সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। সে বিষয়ে আইন মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে।’
সুত্রঃ
newsbangla24.com/