পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
লিখিত অভিযোগে বলা হয়, রবিবার চট্টগ্রাম থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যান গোপাল কান্তি। ফেনী ফতেহপুর ফ্লাইওভারের নিচে ডিবি পুলিশের একটি দল তাকে গতিরোধ করে। এসময় ওসি সাইফুলসহ অভিযুক্তরা তার কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়।
তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। সূত্র,ডিবিসি নিউজ