তোমার বাঁকানো জোড়া ভুরুতে
আমার অস্তিত্ব,
মেঘের ভেলায় চড়ে তোমার স্বর্গ ভ্রমণ।
স্বর্গের হুরিদের দেখি তোমার মুখটি দেখে,
রাতের চন্দ্র দেখি যখন ছাদে উঠো তুমি।
মায়াবতী উর্বশী দেখি তোমার অবয়ব ছুঁয়ে,
জোৎছনায় ভেজে লোমকূপ তোমার শিশিরে।
মৃগনাভির সৌরভ তোমার খোঁপায়,
খুলে পড়ে যখন হাসনাহেনা বেলি
মেঘে ঢাকা চাঁদের ফালি-
তোমার শাড়ীর ভাঁজে ভাঁজে।
তোমার ঠোঁটের স্পর্শে জেগে ওঠে
আমার মৃত আত্মা,
তোমার গায়েবি পদচিহ্ন আত্মাহুতি
দিতে শেখায় আমায় সর্বদা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.