স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মণিরামপুরে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মণিরামপুরে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৫টায় উপজেলা দলীয় কার্যালয়ে যুবলীগের উদ্যোগে এ আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন যুবলীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। আজকের এই দিনে তুমি এসেছিলে বলেই বঙ্গবন্ধুহীন বাংলায় আমরা নতুন পথের সন্ধান পেলাম তুমি আছ বলেই আমাদের এগিয়ে যাবার গল্পটা দীর্ঘ,থেকে দীর্ঘতর হচ্ছে। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন । এসময় উপস্থিত ছিলেন, তরুণ আওয়ামী লীগ নেতা এ্যাড ভোকেট বশির আহমেদ খান, যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, যুবলীগ নেতা স.ম আলাউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি রবিউল ইসলাম রবি, ১২নং শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, যুবলীগ নেতা ও কাউন্সিলর আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা গাজী আসাদ, নেতা ও কাউন্সিলর সুমন দাস, যুবলীগ নেতা ও কাউন্সিলর মোহাম্মদ আজিম সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
Attachments area
|
|