নওয়াপাড়া মেয়রকাপ ফুটবল
স্বগতিক নওয়াপাড়া ফুটবলকে ৪ -২ গোলে পরাজিত করে রাজবাড়ি ফাইনালে
নওয়াপাড়া অফিস
নওয়াপাড়া পৌর মেয়রকাপ ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম সেমিফাইনাল খেলায় স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশকে ৪-২ গোলে পারাজিত করে রাজবাড়ি ফুটবল একাদশ চুড়ান্ত খেলায় অংশগ্রহণের গৌরব অর্জণ করছে।গত শনিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌর মেয়রকাপ ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে রাজবাড়ি ফুটবল একাদশ এর তুমুল আক্রমনে স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশ কোন ঠাসা হয়ে পড়ে। রাজবাড়ি ফুটবল একাদশ একে একে চারটি গোল করে খেলায় চমক সৃষ্ঠি করে। খেলার শেষ অর্ধেকে এসে স্বাগতিক দল দুইটি গোল পরিশোষ করতে সমার্থ হয়। খেলায় ম্যান অফদ্যা ম্যাচ নির্বচিত হয় রাজবাড়ি একাদশের দুর্দান্ত খেলোয়ার সুজন হোসেন। খেলা পরিচালনা করেন ুমো: জসিম আক্তার, নাজমুল ইসলাম,সুমন বিশ^াস ও সুব্রত সরকার।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.