চ্যাম্পিয়ন অভিশাপ নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। আর ২০২২ কাতার বিশ্বকাপের শুরুটাও অঘটন দিয়ে জার্মানদের। জাপানের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা দরজায় কড়া নাড়ছে জার্মানদের। আর এমন অবস্থায় জার্মানির প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা স্পেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবতে পারছে না জার্মানি। কেননা এই ম্যাচে পা হড়কালেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।
স্পেনের বিপক্ষে নিজেদের শেষ দেখার ফলাফল মোটেও আত্মবিশ্বাস যোগাচ্ছে না জার্মানদের। কেননা দুই বছর আগে উয়েফা নেশনস লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশরা। অন্যদিকে ২০১০ বিশ্বকাপে জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়েছিল সেবারের চ্যাম্পিয়নরা।
তিনি আরও বলেন, ‘আমরা কাউকেই সমীহ করি না। কোস্টারিকার মতো জার্মানির বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবলই খেলতে বলছি ছেলেদের। আমাদের লক্ষ্য রোববারই বিশ্বকাপের শেষ ষোলোয় ছাড়পত্র আদায় করে নেওয়া। জিততে না পারলে পরিস্থিতি একটু কঠিন হয়ে পড়বে। কারণ, শেষ ম্যাচে আমাদের খেলতে হবে জাপানের সঙ্গে।’
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.