বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিন মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে থামে ৪৮১ রানে। সোমবার দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। ফিফটি করে অপরাজিত আছেন পিনাক ঘোষ।
২৯২ বলে ১৫০ রানের ইনিংস খেলেন সৌম্য। আসরে তিন ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি গড়া ১২ চার ও ৩ ছক্কায়। ২১১ বলে ১৮টি চারে ১৫২ রান করেন অধিনায়ক শুভাগত।
দ্বিতীয় রাউন্ডে কোনো দলই কোনো লেগ স্পিনার না খেলানোয় কদিন আগে বিস্ময় প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। লেগ স্পিনার খেলাতে ফের ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তিনি।
প্রথম দুই রাউন্ডে দল না পাওয়া রিশাদ আসরে প্রথমবার খেলতে নেমেই ৩৪.৫ ওভারে ১২৯ রানে ৫ উইকেট নিয়ে দেখালেন সামর্থ্যের ঝলক। ১৯ বছর বয়সী বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে দ্বিতীয়বার পেলেন এই স্বাদ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.