Type to search

‘সুষ্ঠু নির্বাচন আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি’

রাজনীতি

‘সুষ্ঠু নির্বাচন আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি’

অপরাজেয়বাংলা ডেক্স: অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্য আন্দোলনকেই একমাত্র বিকল্প ভাবছে বিএনপি। সে অনুযায়ী চলছে প্রস্তুতিও। নেতারা বলছেন, সহিংসতা নয়, বরং দাবি আদায়ে জনগণের প্রত্যাশাই হবে তাদের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি।

বেশ কিছুদিন ধরেই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করার এমন কড়া বার্তা দিচ্ছে বিএনপি। যা মাঠের নেতাকর্মীদের দারুণভাবে নাড়া দিয়েছে।

বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন,’যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করতে হয় তবে আন্দোলন ছাড়া কিন্তু বিকল্প কোন পথ নাই। তৃণমূলের মানুষ কিন্তু এখন ধৈর্য্য হারা হয়ে গেছে।’

বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন জানান,’আমি মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন প্রস্তুত। আমি মনে করি হাজার হাজার কর্মী আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষা করবে এবং এই অবৈধ সরকারকে হটাবে।’

বিএনপি বলছে নির্বাচন আন্দোলনেরই একটি অংশ। তাই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আরো দুই বছরের বেশি বাকি থাকলেও সেই নির্বাচনকে সামনে রেখেই মাঠ গোছাচ্ছে দলটি।

বিএনপি দারুস সালাম থানা সভাপতি এস এ সাজু বলেন,’স্বচ্ছ নির্বাচন, জবাবাদিহি মূলক নির্বাচনের যে পক্রিয়া সেটাকে বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচী, এ কর্মসূচীকেই আন্দোলন বলতে পারেন। ঢাকা মহানগর বিএনপি, প্রস্তুত আছে আগামী সংসদ নির্বাচন যাতে স্বচ্ছ ও জবাবদিহি হয়, সেটা বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচী আন্দোলন আছে সেটা বাস্তবায়ন করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো।’

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহবায়ক আ ন হ সাইফুল ইসলাম জানান,’বিএনপির আন্দোলন, অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক আন্দোলনের জন্যই। জনগণের ভোটাধিকারের জন্যই এই আন্দোলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান বিএনপির অঙ্গ সংগঠনগুলো শক্তিশালীভাবে ঢেলে সাজাচ্ছেন একটি শক্তিশালী আন্দোলন করার লক্ষ্যে। আমাদের তৃণমূল নেতাকর্মীদেরকে সেভাবেই তিনি প্রস্তুত করছেন।’

কেমন হবে বিএনপির এই সরকার পতন আন্দোলন? এ প্রসঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান,’আমাদের নেতা কর্মীরা গণতন্ত্রের প্রশ্নে সব সময়ই প্রস্তুত আছে। সরকার যদি দাবী না মানে তবে আন্দোলন সংগ্রামে যাবার জন্য প্রস্তুত তারা।’

বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন,’আপনি যদি জনগণের ওপর গুলি ছুঁড়ে মারেন, তবে জনগণ তো আর আপনার ওপর রজনীগন্ধ বা রসগোল্লা ছুঁড়ে মারবে না। আন্দোলন শান্তিপূর্ণ হবে নাকি হবে না, সেটা নির্ভর করছে জনগণের আচরণের ওপর।’ সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *