সুন্দলী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শণ করলেন এম পি রণজীত রায়

প্রিয়ব্রত ধর:
গতকাল শুক্রবার বেলা ১ ঘটিকায় অভয়নগর সুন্দলী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শণে আসেন যশোর ৪ আসনের সংসদ সদস্য রণজীত রায়। এ সময় উপস্থিত ছিলেন যশোর পূজা উৎযাপন পরিষদের সভাপতি দিপঙ্কর দাস, সাবেক সহ সভাপতি দুলাল সমাদ্দার,সাধারণ সম্পাদক তপন ঘোষ, অজয় সিংহ রায় সাবেক সম্পাদক।
আরো উপস্থিত ছিলেন ,১নং প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন,সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল,সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসও বিকাশ মল্লিক,সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাড়ে,যুগন্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকার,অ’লীগ নেতা চৈতন্য মন্ডল,ইউনিয়ন সেচ্ছা সেবগলীগের সভাপতি পলাশ বিশ্বাস ৩ নং ওয়ার্ড আ’লীগ নেতা ভরত মল্লিক,সাধারণ সম্পাদক শ্যামল রায়, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ বিশ্বাস সহ প্রমুখ।
উল্লেখ্য দীর্ঘ ১২১বছর পর সুন্দলী ডাঙ্গা মশিয়াহাটী ও সুন্দলী বাজারের উদ্যগে এই প্রথমবার সুন্দলী সার্বজনীন দূর্গা মন্দিরের একটি স্থায়ী মন্দির কমিটি গঠন করে তা এমপি মহাদয়ের নিকট প্রেরণ করা হয়। কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ১১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম সদস্য অধীর কুমার পাড়ে শুক দেব কবিরাজ, চিত্ত রঞ্জন বিশ্বাস, স্বপন বিশ্বাস, চিন্ময় রায়, অশান্ত চ্যাটার্জী, গৌতম ধর, নিহার চ্যাটার্জী, মাধব মন্ডল, মিল্টন কবিরাজ, গোপাল মন্ডল কমিটি সদস্যদের মধ্য সভাপতি : শিব প্রসাদ বিশ্বাস (মাইদা) সহ: সভা: জগন্নাথ বিশ্বাস,সহ: সভা: সোহাগ বিশ্বাস, সহ:সভা: সমার বিশ্বাস,সা:সম্পাদক: হরিনাথ বিশ্বাস, সহ: সাধারণ সম্পাদক প্রিয়ব্রত ধর,সহ:স: গৌর দেবনাথ,কোষাধ্যক্ষ: বিউটন কবিরাজ,সাংগঠনিক সম্পাদক: অসিত মল্লিক, সহ: সাং: উজ্জ্বল বিশ্বাস, দপ্তর সম্পাদক : শুনু বিশ্বাস, সহ: স: উত্তম ধর,সাংস্কৃতিক সম্পা: মৃদুল পাড়ে, ধর্ম বিষায়ক সম্পা: সুজন কবিরা,প্রচার সম্পাদক : শাওন বিশ্বাস, সহ: স: গোবিন্দ কবিরাজ। উপস্থি মাননীয় সংসদ এ সময় ১ সপ্তাহের মধ্য মন্দিরের রাস্তা ও মন্দির চ্ত্বর মাটি ভরাট প্রস্তুতির জন্য ব্যাবস্থা নিবেন বলে জানান এবং দ্রুত সমায়ের মধ্য মন্দির সংষ্কারের জন্য ২ লক্ষ্য টাকা প্রদানেন যোষণা প্রদান করেন। এমপি মহদয়ের আগমনে শতাঠিক মা বোনেরা উলুর ধনি ও ফুল ছিটিয়ে আতিথিদের সাধরে আমন্ত্রণ জানান।