প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২১, ৭:৫১ পি.এম
সুন্দলী বাজারের রাস্তায় লরির উপচেপড়া মাটি পড়ে চলাচলের অযোগ্য

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:মাটির পরিবহনের উপচে পড়া মাটিতে হালকা বৃষ্টি পেয়ে পিচ্ছিল হওয়ার কারনে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে সড়কটি । পথচারীরা ছিটকে পড়ছে বাইসাইকেল , মটর সাইকেল নিয়ে। স্থানীয়দের অভিযোগ এলাকার কিছু সুবিধাবাদি লোক মাটির ব্যবসা করছে সড়ক ব্যবহার করে। দূর দূরন্ত থেকে লরি ব্যবহার করে মাটি সরবরাহ করছে গ্রামের লোকজনের কাছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাটি লোড করায় এবং অগোছালো ভাবে মাটি বহন করায় সে মাটি সড়কে সিটকে পড়ছে। পরবতীতে সে মাটি সড়ক থেকে অপসারণ না করায় হালকা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী রাস্তাটি। সড়কে সব চেয়ে বিপাকে পড়েছে দুই চাকার বাহন গুলো,কেউ নেমে গাড়ি ঠেলে পার করছে,কেউ রাস্তার উপর লুটিয়ে পড়ছে। প্রভাষক কানু বিশ্বাস জানান, আজ বিকালে বৃষ্টির পর ২০ থেকে ২৫টি মটর সাইকল ও বাইসাইকেল ছিটকে পড়েছে। ঝুঁকি নিয়ে পার হচ্ছে অন্যান্য যানবাহন।
স্থানীয়দেন অভিযোগ ২নং সুন্দলী ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হলেও তিনি কার্যকরী কোন পদক্ষেপ নেইনী। এ ব্যপারে পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, আমি বাব বার বলার পরেও মাটির ব্যবসায়ীরা কথা শুনছে না। আগামী কাল ওদের গাড়ি আটকিয়ে দেওয়া হবে। রাস্তা পরিস্কার না করলে মাটি পরিবহন করতে দেওয়া হবেনা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.