সুন্দলীতে সোনার বাংলা কল্যাণ সংস্থার বিনা মূল্যে দর্জি প্রশিক্ষনের উদ্বোধন

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
দারিদ্র বিমোচন নারী ক্ষমতায়ন টেকসই উন্নয়নের লক্ষে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সড়াডাঙ্গা সার্বজনীন রাধা মাধব পুজা মন্দির প্রাঙ্গানে সমাজ কল্যান সংস্থার আয়োজনে দুস্থ মহিলাদের বিনা মুল্যে সেলাই ও দর্জি প্রশিক্ষনের উদ্বোধন করেন সোনার বাংলা কল্যাণ সংস্থার পরিচালক শিলাদিত্য বিশ^াস। এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিল্পব মজুমদার সড়াডাঙ্গা রাধা মাধব সার্বজনীন পুজা মন্দির কমিটিন সভাপতি হৈমন্তী রানী বিশ^াস, সাধারন সম্পাদক কামনা বসু, সদস্য নিপা রানী সহ দর্জি প্রশিক্ষনের সদস্য বৃন্দ, উদ্বোবন শেষে দর্জি প্রশিক্ষন করান সোনার বাংলা কল্যান সংস্থার টেইনার জুই বিশ^াস।