সুন্দলীতে পদযাত্রা উপলক্ষ্যে মত বিনিময়সভা
প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিনিধিঃ
আগামী ৩০ জুলাই নওয়াপড়া থেকে আমডাঙ্গা অভিমুখে পদযাত্রা সফল করার লক্ষে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদে গতকাল সোমবার বিকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উত্তম মন্ডলের সঞ্চালনায় অনুকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিত বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, সাধন বিশ্বাস, মোঃ মোহসীন শেখ, অধ্যাপক অনিল কুমার বিশ্বাস, মোঃ লুতফর রহমান,মোঃ মিজানুর রহমান, উজ্বল বিশ্বাস প্রমুখ। সভায় ৮ মাস আগে আমডাঙ্গা খালে বরাদ্ধ কৃত টাকার কাজ না হওয়াই ক্ষোভ প্রকাশ করেন। অচিরেই আমডাঙ্গা খাল সংষ্কার,বিল কপালিয়ায় টি আর এম চালু, ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, ববদহ অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত, খাজনা মৌকুপ, বেকারভাতা প্রদানের জোর দাবী জানানো হয়। সভায় আগামী ৩০ জুলাই আমডাঙ্গা অভিমুখে পদযাত্রায় অংশ গ্রহণের আহবান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.