Type to search

সুন্দরবন স্কয়ার মার্কেটের অবৈধ অংশ ভেঙে ফেলতে বাধা নেই

অন্যান্য

সুন্দরবন স্কয়ার মার্কেটের অবৈধ অংশ ভেঙে ফেলতে বাধা নেই

অপরাজেয় বাংলা ডেক্স

 

রাজধানীর গুলিস্থানে সুন্দরবন স্কয়ার মার্কেটের অবৈধ অংশ ভাঙতে বাধা নেই। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।

বুধবার চেম্বার জাজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। চেম্বার বিচারপতির এই আদেশের ফলে সুন্দরবন স্কয়ার মার্কেটের নকশাবর্হিভুত অংশ ভাঙতে আর কোনো বাধা থাকলো না ।

এর আগে, গেল ১৭ই ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রাজধানীর ফুলবাড়িয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট উচ্ছেদ অভিযানের উপর স্থিতি অবস্থা জারি করে। সুন্দরবন মার্কেটের ৩৪ জন দোকানদার উচ্ছেদ ঠেকাতে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের আদেশ স্থগিত করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সুবিধাজনক সময়ে এই মার্কেট ভাঙতে পারবে।

সূত্র, DBC বাংলা