মিঠুন দত্ত:
ওরা ৪৮ জন মিলে রাজশাহী থেকে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলো। ফেরার পথে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী জেলার পবা থানার বড়গাছি গ্রামের আকরাম আলীর ছেলে সুবিদ আলী (৫৫) এবং একই এলাকার রাজা মন্ডলের ছেলে কুবাদ মন্ডল (৬৫)। স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করেছে।
নিহত রাজা মন্ডলের ভাই জামাল মন্ডল (৪৫) জানান, আমরা একই এলাকার ৪৮ জন খুলনা সুন্দরবন এলাকায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে যশোর- খুলনা মহাসড়কের প্রেমবাগ পৌছালে আমার ভাই কুবাদ মন্ডল ও সুবিদ আলী নামাজ পড়ার জন্য বাস থেকে নামে এবং রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় খুলনা গামী একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিকুর রহমান বলেন “ দুইজন পথচারীকে যাত্রীবাহী বাস (রুপসা পরিবহন যশোর চ ১১-০০১৯৬) ধাক্কা দিলে তারা মারা গেছেন। বাসটি আটক করা হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.