এইচ,এম,জুয়েল রানা ঃ যশোরের অভয়নগরে সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ রবিবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শিবু প্রসাদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, নওয়পিাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, অধ্যক্ষ আ. লতিফ সরদার, জি এম মনিরুজ্জামান মনি, বিশ^জিত গুহ প্রমুখ। বক্তারা সুনামগঞ্জের শাল্লায় সংধ্যালঘুদের উপর হামলার মদদদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.