স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে তিন কেজি ওজনের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি ৪৯ ব্যাটিলিয়ন। আজ সোমবার (৫ জুন) সকাল নয়টায় চৌগাছার কাবিল পুর সীমান্ত থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে বিজিবি ৪৯ ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকালে বিজিবির একটি টহলদল চৌগাছার কাবিলপুর সীমান্তে অভিযান পরিচালনা করে। এসময় দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামতে বললে একজন সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় এবং অন্যজন কাবিলপুর গ্রামের ভিতর প্রবেশ করে।পরে বিজিবি সদস্যরা খোঁজাখুজি করে গামছা মোড়ানো একটি পোটলা উদ্ধার করে এবং তা থেকে তিন কেজি ওজনের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। এ সংক্রান্ত বিষয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করে উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারীতে জমা দিয়েছে বলে বিজিবি জানায়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.