সিলেটে রাত ৮টার পর বন্ধ থাকবে ব্যবসাপ্রতিষ্ঠান

অপরাজেয় বাংলা ডেক্স : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাত ৮টার পর সিলেটে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্র জানায়, করোনা থেকে সাধারণ মানুষকে সুরক্ষায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করেন জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলাম। তার এ প্রস্তাবে সমর্থন দেন ব্যবসায়ীরা। রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সম্মত হন তারা।
সিলেট জেলা প্রশাসনের সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেলের দায়িত্বে থাকা শাম্মা লাবিবা অর্ণব বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষা বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভায় রাত কয়টা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখলে সুবিধা হয়, সে বিষয়ে প্রস্তাব তোলেন জেলা প্রশাসক। ব্যবসায়ীরাও সেই প্রস্তাবে সাড়া দেন। তবে এ বিষয়ে এখনো কোনো গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়নি। আমরা কেবল সরকার নির্ধারিত ১৮ দফা নিয়ে কাজ করছি।
সিলেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মখন মিয়া বাংলানিউজকে বলেন, সরকার যে সিদ্ধান্ত দেবে। আইন করবে। সবার স্বার্থে ব্যবসায়ীদের তা মেনে নিতে বলে দিয়েছি। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম