অভয়নগরে বেশি দামে সার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা
নওয়াপাড়া অফিস:
অনিয়ম ভাবে সার বিক্রি ও অতিরিক্ত মূল্যে ইউরিয়া বিক্রি করার দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানজিলা আখতার ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনটি প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা কওে তা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,অভয়নগর উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে বুধবার বিকালে কমিটির নের্তৃবৃন্দ বাজার তদারকিতে বের হয়। এসময় বরাদ্দ না থাকা সত্তে¡ও নওয়াপাড়া হাইস্পিড ঘাটে অবস্থিত এস এম এন্টারপ্রাইজে ৮ বস্তা ইউরিয়া সার রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক এস এম মুজিবর রহমানকে ১০ হাজার টাকা, কয়লা ব্যবসায়ীর অফিসে সার বিক্রির সাইনবোর্ড দেয়ার দায়ে মাহি এন্টার প্রাইজের মালিক আব্দুল্লা আল মামুনকে ৫ হাজার টাকা, শংকরপাশা খেয়াঘাটে অবস্থিত খুচরা সার ডিলারের মালিক রবিউল ইসলামের দোকানে লাল সালুর ব্যনারে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ১০ হাজার টাকা ও পূর্বে ক্রয় করা ইউরিয়া সার বেশি দামে বিক্রি করার দায়ে আরো ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযার চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী ও থানা পুলিশের উপপরিদর্শক সহ অনেকে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.