Type to search

সাভারে হাত-বা বাঁধা অবস্থায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার

অপরাধ জেলার সংবাদ বাংলাদেশ

সাভারে হাত-বা বাঁধা অবস্থায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার

অপরাজেয় বাংলা ডেক্স
সাভারের বিরুলিয়ায় হাত-বা বাঁধা অবস্থায় এক অবসর প্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক অবসরে যাবার পর পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মালিকের দেহরক্ষী হিসেবে যোগ দেন। শনিবার বিকেলে তিনি গ্রামের বাড়ি থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

আজ সকালে বিরুলিয়ার কমলাপুরে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারনা।

সূত্র, DBC বাংলা