অভয়নগরে এক সাবেক ইউ পি সদস্য নিজ খরচে রাস্তা মেরামত করে দিলেন

অভয়নগর সংবাদদাতা: অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য মোঃ মোশারেফ হোসেন তরফদারের নিজ উদ্যোগে পাথালিয়া গ্রামে একটি রাস্তা সংস্কার করে দিলেন। প্রতিকুল আওবহায় বৃষ্টির কারনে রাস্তাটি মানুষের যাতায়াতের অনুউপযোগী হয়ে পড়েছিল। যা দেখে ওই ইউপি সদস্য নিজ খরচে বালু ও ইট দিয়ে রাস্তাটি মেরামত করেছেন। এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এলাকাবাসীর যাতায়াতে সুবিধার জন্য আমি রাস্তাটি নিজ খরচে মেরামত করে দিয়েছি।
এলাকাবাসি জানায় রাস্তাটি মেরামত হওয়াতে আমাদের যাতায়েত এর সুবিধা হয়েছে।