অপরাজেয় বাংলা ডেক্স-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাপের কামড়ে সাগর মিয়া (৪২) নামের এক সাপুড়ে মারা গেছেন। সাগর মিয়ার বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর গ্রামে।
এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি পার্শ্ববর্তী দুল্যাবেগম গ্রামের সেলিম মিয়ার বাড়িতে সাপ ধরতে যান। তিনি সেলিম মিয়ার ঘরের মাটি খুঁড়ে বিষধর সাপ ধরেন। সাপটি ধরে পাত্রে রাখার সময় সাগরের হাতে ছোবল দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.