প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৩, ৭:০৪ পি.এম
সাতক্ষীরায় ২ কেজি গাঁজা সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি(সাতক্ষীরা)
সাতক্ষীরার কলারোয়া থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনসার আলী(৫০) ২ কেজি গাঁজা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রোববার(১২ মার্চ) বেলা ১টায় হেলাতলা মাঠপাড়া নামক স্থান থেকে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।
তিনি কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার মৃতঃ ফজার আলীর ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান সন্ধ্যা ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আনসার আলী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কেনাবেচা করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ওসি বাবলুর রহমান আরও জানান, গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতাকে কলারোয়া থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
হেলাতলা ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, তার বিপক্ষে আনসার আলী গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন। সর্বসাকুল্যে তিনি ১১০০ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিরউদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.