অপরাজেয় বাংলা ডেক্স : সাতক্ষীরা পৌর নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেলগাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকার আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে রাত সোয়া সাতটায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ চিশতিকে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্য তিন মেয়র প্রার্থীর মধ্যে নৌকার নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন দুই হাজার ৮৮৮ এবং হাতপাখা প্রতীকের মুস্তাফিজ উর রউফ পেয়েছেন এক হাজার ৬৭৯ ভোট। সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.