সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটার পল্লীতে এক নৃত্যশিল্পকে ধর্ষনের অভিযোগে আকাশ হোসেন (২২)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার(১৪জুলাই) সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৯জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় ধর্ষনের ঘটনাটি ঘটে।অভিযুক্ত আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মান শ্রমিক ছিল বলে জানা গেছে। নির্যাতিতা ওই নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে রেজিট্রি অফিসের পাশে বাসা ভাড়া থাকতেন বলে জানা গেছে। নিযাতিতা ওই নারী বরাতে থানা পুলিশ জানান, নৃত্যের শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী । সেই সুত্র ধরে কিছুদিন আগে পরিচয় হয় নগরঘাটা এলাকার আকাশের সাথে। ঘটনার দিন বিকালে ওই নারীকে নৃত্যের অনুষ্ঠান আছে বলে মুঠোফোনে প্রস্তাব দেয় আকাশ।পরে কথামত ঘটনাস্থলে গেলে তাকে আকাশ সহ এলাকার দুই বকাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে রাখে। এরপরে কয়েকদিন ধরে আকাশ ওই নারীকে ব্লাকমেইল করে আসছিল। অবশেষে এই অপমান সইতে না পেরে বুধাবার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে ধর্ষন ও পন্যগ্রাফির অভিযোগ এনে
পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এই ঘটনায় নির্যাতিত নারী ধর্ষন ও পন্যগ্রাফি আইনে একটি মামলা দ্বায়ের করেছেন।মামলা নং-৮।বৃহস্পতিবার সকালে আসামী আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.