প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৩, ৪:৩৩ পি.এম
সাতক্ষীরার তালায় সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা প্রদান, সার্টিফিকেট ও চেক তুলে দেওয়া হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে পিকেএসএফের সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে উপজেলার ৬ জন সফল কৃষি উদ্যোক্তাদের সম্মাননা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে দেড় শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।
কৃষিবিদ নয়ন হোসেনের পরিচালনায় উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, শুভ্রাংশু শেখর দাশ অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস, সিনিয়র কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উন্নয়ন প্রচেষ্টার এসইপি শাহনেওয়াজ কবির শাওন, মৎস কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, ডঃ পারভেজ রানা প্রমূখ।
এসময় কৃষিখাতে সফল উদ্যোক্তা হিসাবে কৃষিখাতে মোঃ হামিদুর রহমান ও মোঃ মাসুদ হোসেন। মৎস্য খাতে মোঃ ফরিদুল ইসলাম ও।আব্দুল হাদী। প্রাণিসম্পদ খাতে রাজু আহমেদ ও মতিয়ার রহমানের হাতে সম্মাননা স্বারক সার্টিফিকেট ও চেক তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.