উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : সাতক্ষীরার পাটকেলঘাট এলাকায় র্যাবের অভিযানে ২৯৮ বোতল ফেন্সিডিল ও ২৫১ বোতল উইস্কি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ ২০ আগস্ট ২০২৫ গভীর রাতে জেলার পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা ওভারব্রিজ এর দক্ষিণ পাশে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে চেকপোস্ট করাকালীন ০১ টি লাল রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১ তল্লাশিকালে চালিয়ে মোঃ মেহেদী হাসান তুহীন (২২), পিতা-মৃত বাবর আলী সরদার, মাতা-আফিয়া খাতুন, সাং-চিনেডাঙ্গা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে নিজ হাতে গাড়ির পিছনের ব্যাকডালা খুললে সেখানে রক্ষিত ফেন্সিডিল পেয়ে তাকে তাৎক্ষণিক গ্রেফতার এবং প্রাইভেটকারটিসহ ব্যাকডালার ভিতরে ২৯৮ বোতল Phensedyl ও ২৫১ বোতল Wincerex মোট ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.