
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ
সাতক্ষীরা র্যাব-৬ ভোমরা ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫৮ পিচ ফেনসিডিল ওwincerex নেশা জাতীয় দ্রব্যসহ ২ জন মাদক কারবারিকে আটক করে র্যাব-৬।
১১ জুলাই ২০২৫ র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝের পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১১ ই জুন ২০২৫ ভোরবেলা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। শরিফুল ইসলাম ওরফে কালু (৩০), পিতা- নাজিম সরদার, মাতা- জোহরা বিবি, এবং ২। মোঃ আব্দুল কাদের (২৫), পিতা- মোঃ মনিরুজ্জামান মনির, মাতা-আমেনা খাতুন, উভয় সাং-হাড়দ্দহা মাঝের পাড়া, ওয়ার্ড-০১, ইউপি- ভোমরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা থেকে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝের পাড়া সাকিনস্থ পলাতক আসামী রকিব হোসেন (২৫), পিতা- গফ্ফার হোসেন এর ইটের দেয়াল বেষ্টিত এক তলা বসতঘরের সিড়ির নিচ হতে ৩৫৮ (তিনশত আটান্ন) বোতল Wincerex (ফেন্সিডিল সাদৃশ্য) নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।