উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
দেশের বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
১৬ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভাদড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত মে মাসে সংঘঠিত শাহীন হত্যা মামলার প্রধান পলাতক আসামি (১) মোঃ আবু ইছা (৩০), পিতা-মুনছুর আলী, সাং-মাগুড়া, সাতক্ষীরা সদর থেকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিরা পরস্পর প্রতিবেশী। ভিকটিমের সাথে আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ০৩ মে ২০২৫ তারিখ সকাল অনুমান ১০০০ ঘটিকার সময় ০১নং আসামির বাড়ীর পাশে রাস্তার উপর গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা ভিকটিমকে একা পেয়ে তার গতিরোধ করে এবং মারধর করে। এ সময় ০১নং আসামি তার হাতে থাকা কুড়াল দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তিতে ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ০৪ মে ২০২৫ তারিখ সকালে মুত্যুবরণ করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.