
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়া থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির অধিনায়ক জানান, সিপিসি-৩ যশোর কোম্পানি এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট ২০২৫ তারিখ বিকালে একটি অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হিজলদী ফকির পাড়া মিল মোড় এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তৎসহ ১০,০০০/- (দশ) হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। মোঃ মিল্টন মিয়া (৪১), পিতা- মোঃ মহসিন মিয়া, সাং- সুলতানপুর, সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।