Type to search

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের ইন্তেকাল

চৌগাছা

সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের ইন্তেকাল

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টায় তার বড় সন্তান সাইদুর মুরসালিনের ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার বাসভবনে ইন্তেকাল করেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, তিন পুত্র, নাতি নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তহুরা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়েবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে ভুগছিলেন। এ সময় মেডিকেল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও রতগর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরিবপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তিনি নির্বাচিত (সংরক্ষিত মহিলা) সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার জহুরের নামাজের পরে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমার জানাজায় অংশ নেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানব জমিন পত্রিকার স্টাপ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম সজল, ফরহাদ চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সম্পাদক এম এ রহিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শোক বিবৃতি জানিয়েছেন।