সাংবাদিক টিপুর উপর প্রহসন মূলক বিচারের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর ওহাসান মূলক প্রতিবাদ ও তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে অভয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া নূরবাগে প্রেসক্লাবের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখেন, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর সম্রাট প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অভয়নগর প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কোষাধক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কামাল হোসেন, আইসিটি সম্পাদক ইব্রাহিম হোসেন ইমরান, ক্রীড়া সম্পাদক মফিজুর রহমান, সদস্য শামসুর রহমান মন্টু, সেলিম হোসেন, শিবপদ শুভ সহ অনেকে ।