স্যটাফ রিপোটার-শোরে সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ। প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দৌলা, সেক্রেটারি আহসান কবির, সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহসভাপতি নূর ইসলাম প্রমুখ।
জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, সাংবাদিকরা ব্যস্ত সময় পার করেন। এ কারণে তারা সব সময় সস্তানদের খোঁজখবর রাখতে পারেন না। এ কারণে সস্তানদের যুগোপযোগী করে গড়ে তুলতে মায়েদের ভূমিকা রাখতে হবে। আর এই শিক্ষা বৃত্তি এসব সন্তানের ভালো শিক্ষা গ্রহণ করতে আরো আগ্রহী ও উৎসাহী করবে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। যশোর প্রেস ক্লাবের ৬৫ জন সদস্যের সস্তান এ শিক্ষা বৃত্তি লাভ করে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.