তালা প্রতিনিধিঃ অর্থ আত্মসাৎ নানা অনিয়ম দূনীতি সহ ইউপি সদস্যের প্রাপ্য ভাতা দাবীতে তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে সুরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্যদেের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এসময় ইউপি সদস্যদের পক্ষে লিখিত বক্তব্যে শেখ মাসুদ রানা বলেন, গত ২৩ মাসের ভিতরে মাত্র ২ মাসের ভাতা পেয়েছি, এসকল ভাতা চেয়ারম্যান আত্নসাৎ করেছে। এ দিকে ইউনিয়ন পরিষদের সমস্ত ভাতার কার্ড আমাদের কে না দিয়ে তিনি টাকার বিনিময়ে অন্যত্র কার্ডবিক্রয় করেন। ইউনিয়ন পরিষদের অনলাইন সেবা জন্ম নিবন্ধন কার্ড মাতুত্বকালিন ভাতার কার্ডপরিষদের উদ্যোক্তার মাধ্যমে না করে কালিবাড়ি রোডের তার নিকট আত্নীয় মাসুদ রানার মাধ্যমে কমিশন চুক্তিতে করেন। যা সম্পূর্ন পরিষদের নিয়ম বহিভুত। তিনি আরো বলেন, পাটকেলঘাটা বাজারের ট্রেড লাইসেন্স বাবদ সমুদয় টাকা চেয়ারম্যান নিজে আত্নসাৎ করে চলেছে দিনের পর দিন । ইতিপূর্বে চেয়ারম্যানের হাইয়ের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার সহ স্থানীয় সরকারের সকল ইউপি সদস্যরা ৩৩ টি অভিযোগ করেছে। বিষয়টি তদন্তধীন রয়েছে। এছাড়া পাটকেলঘাটা হাট বাজারের উন্নয়নের বরাদ্দ কোন মিটিং ছাড়াই তিনি ভূয়া প্রকল্প দিয়ে সমস্ত টাকা আত্নসাৎ করে চলেছেন । আমারা এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে তার ক্যাডার দিয়ে আমাদের লাঞ্ছিত করা হয়।এ সকল ঘটনার বিচার দাবীসহ ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবী জানিয়ে
জেলা প্রশাসক সহ সংক্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য বৃন্দ। সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শেখ জামসেদ আলী, মো. নাসের সরদার মো. রোস্তম মোড়ল, নাজিম উদ্দীন সানা, শেখ আছির উদ্দীন, আব্দুল হামিদ প্রমুথ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.