Type to search

সরখোলা গ্রামের ভ্যান চালক কাউচ মোড়লের ছেলে আবদুল্লাহ প্রশাসনিক কর্মকর্তা হতে চান

শিক্ষা

সরখোলা গ্রামের ভ্যান চালক কাউচ মোড়লের ছেলে আবদুল্লাহ প্রশাসনিক কর্মকর্তা হতে চান

আলমগীর  হোসেন। অভয়নগর উপজেলা প্রতিনিধি

এবারের  এইচএসসি  পরীক্ষায়  সরখোলা গ্রামের  ভ্যানচালক  কাউচ মোড়লের ছোট  ছেলে , আব্দুল্লাহ আল মামুন  নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়  থেকে মানবিক  বিভাগ  থেকে  জিপিএ ৫  পেয়েছে।  আবদুল্লাহ অভয়নগর উপজেলার সরখোলা  গ্রামের  অত্যান্ত দরিদ্র  পরিবারের  সন্তান। বাবা ভ্যান চালক ও মা মিলে  চাকুরী  করেন।  ২ ছেলে  ১ মেয়ের মধ্যে  আবদুল্লাহ সবার  ছোট। অত্যান্ত মেধাবী  এ  ছেলে কে অনেক  কষ্টে  লেখাপড়া  শিখিয়েছে।আবদুল্লাহ  এস,এস সি পরীক্ষায় ও  জিপিএ ৫  পেয়েছিল, সরখোলা  গ্রামের  সবাই  আবদুল্লাহকে নিয়ে গর্বিত।ভ্যান চালক কাউচ মোড়ল সবার  কাছে  দোয়া কামনা  করেছেন।