বুধবার (৩ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ফুল বিবি বেগম।
অভিযোগসূত্রে জানা যায়, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া ভাটোপাড়া গ্রামের মৃত গফ্ফার আলীর স্ত্রী ফুল বিবি বেগমের কাছ থেকে ঘর বরাদ্দের কথা বলে ১০ হাজার টাকা নিয়েছে হাতিয়ান্দহ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মেহের আলী। ঘর বরাদ্দ দিতে না পারায় তার কাছ থেকে টাকা চাইলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ফুল বিবি বেগম জানান, আমি একজন ভূমিহীন। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করি। ইউপি সদস্য আমাকে ঘর দেয়ার কথা বলে ১১ মাস আগে ১০ হাজার টাকা নিয়েছে। এখন তার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলী বলেন, আমি কারো কাছ থেকে কোন টাকা নেইনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র, দৈনিক অধিকার
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.